নকশী বাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৭:২১:০৩ অপরাহ্ন
নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রোববার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থানরত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন দি নিউ নেশন এর সিলেট ব্যুরো চিফ শফিক আহমদ শফী, সংগঠনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক পলিনা রহমান, কার্যকরী সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু ও জাকির হোসেন প্রমুখ।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল বলেন, নকশী বাংলা ফাউন্ডেশন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক দায়িত্ব হিসেবে। আমরা সিলেটের বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় সমাজের সবচেয়ে অবহেলিত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি