ভ্যালি সিটি সোসাইটির সম্প্রীতির মিলনমেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৭:২৬:০৩ অপরাহ্ন
সিলেট শহরের অন্যতম অভিজাত এবং মনোরম আবাসিক এলাকা ভ্যালি সিটি সোসাইটির আয়োজনে শুক্রবার পূর্ব শাহী ঈদগাহস্থ ভ্যালি সিটি সোসাইটির খেলার মাঠে অনুষ্ঠিত হলো ‘ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা-২০২৫’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যালি সিটি সোসাইটির প্রধান উপদেষ্টা ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভ্যালি সিটি সোসাইটির সভাপতি ফারেছ আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি ডা. কামরুল গাফ্ফার জাকি এবং অনুষ্ঠান পরিচালনা করেন কোষাধ্যক্ষ সাদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা ও সাবেক সভাপতি ফরিদ বক্স, সাবেক সভাপতি সহিদ আহমদ চৌধুরী, লে. কর্নেল আতাউর রহমান পীর (অব.), আল হারামাইন গ্রুপের ফজলুর রহমান এবং যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী আলী হেলাল।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। মাসব্যাপী সোসাইটির শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এবং ফুটসাল প্রতিযোগিতা কোরআন তেলাওয়াত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সোসাইটির মহিলাদের তৈরি সুস্বাদু পিঠার উৎসব অনুষ্ঠানের উল্লেখযোগ্য আকর্ষণ ছিল। সমাপনী পর্বে অতিথিবৃন্দ সোসাইটির খেলার মাঠের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি