বিশ্বনাথে মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৭:২৭:৪৫ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ৬২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটক মাদক কারবারী উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের এখলিছ আলীর ছেলে আলী আহমদ (৩০)। শনিবার রাত দেড়টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার নিজ ঘরের খাটের নিচ থেকে সাদা পলিথিনের বস্তায় রাখা ৮ বোতল ভারতীয় এসিব্লাক ও ৫৪ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করে পুলিশ। রোববার তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বিশ্বনাথ থানার এসআই আলীমউদ্দিনের নেতৃত্বে একদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬২ বোতল বিদেশি মদসহ আলী আহমদ নামের মাদক কারবারিকে আটক করে। সে মাদক চোরাচালান ও বিক্রির সাথে জড়িত। বিক্রির উদ্দেশ্যে মাদকের এ চালান সে হেফাজতে নিয়ে নিজ বসত ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬২ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে।