জিয়ার জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৮:১২:৩৭ অপরাহ্ন
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার বাদ জোহর শাহজালাল দরগা মসজিদে সিলেট মহানগর বিএনপি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খতমে কোরআনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি আমির হোসেন, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, রহিম মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মূর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল ওয়াহিদ সুহেল, মতিউল বারী খূর্শেদ, নাদির খান, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, খসরুজ্জামান খসরু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফসর খান, স্থানীয় সরকার সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, প্রশিক্ষণ সম্পাদক নাজিম উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান মোহন, সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাসুম, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মিজান আহমদ, শ্রমিক বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, কৃষি সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ধর্ম সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, পরিবার কল্যাণ সম্পাদক সম্পাদক হাবিব আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, রেজাউর রহমান রুজন, শফিক নূর, সহ অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, সহ স্বেচ্ছাসেবক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, সহ স্থানীয় সরকার সম্পাদক মিনহাজ পাঠান, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল করিম জুনাক, সহ প্রকাশনা সম্পাদক খূর্শেদ আহমদ খুশু, সহ ত্রাণ সম্পাদক কামাল আহমদ, সহ শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য কাজী মুহিবুর রহমান, মোঃ জমির উদ্দিন,সেলিম আহমদ শেলু, আমিনুল ইসলাম আমিন, আলী আহমদ, রাজন মিয়া, ফখর উদ্দিন আহমদ পংকি, সুহেল আহমদ, চান মিয়া বাচ্চু, শাহজাহান আহমদ, মঈন খান, সাইফুল ইসলাম, মতিউর রহমান শিমুল, আব্দুল মুমিন, জাহেদ আহমদ, আকবর হোসেন কয়সর, শহিদুর রহমান সানি, রিয়াজ আহমদ সুমন, মোঃ হারুনর রশীদ, নুরুল ইসলাম লিমন, জাকির হোসেন পারভেজ, ইকবাল কামাল, নজির হোসেন, মোশাহিদ আহমদ, মুহিবুর রহমান মুহিব, সৈয়দ ফয়েজ আহমদ শিপু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শহীদ জিয়ার ঐতিহাসিক ও অবিস্মরণীয় অবদান দেশের মানুষ কোনদিন ভুলবে না। মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা এবং দক্ষ ও জনপ্রিয় রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির ইতিহাসে ও আমাদের জাতীয় জীবনে যে অনন্য সাধারণ ভূমিকা ও অবদান রেখে গেছেন তা-ই তাকে জনগণের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। স্বদেশপ্রেম, গণতান্ত্রিক ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি সুগভীর শ্রদ্ধা দেশের উন্নয়ন, জনকল্যাণে ঐকান্তিক আগ্রহ এবং ব্যক্তি সততার সুনাম তাকে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এক স্মরণীয় ও জননন্দিত ব্যক্তিত্বে পরিণত করেছে। বিজ্ঞপ্তি