সুনামগঞ্জে বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৮:০৫:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জোহরের নামাজের পরে সুনামগঞ্জ পৌর শহরের জামতলা জামে মসজিদে দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, সেলিম উদ্দিন আহমদ, রেজাউল হক, নাসিম উদ্দিন লালা, সফিকুল ইসলাম, আব্দুল মুতালেব খান, ফুল মিয়া সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।