কৃষকদল ২১ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৮:১৫:০০ অপরাহ্ন
জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের ২১ নং ওয়ার্ড শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি হুমাযুন কবির শাহীন।
ওয়ার্ড কৃষকদলের সাবেক আহবায়ক শামীম আহমদ সুমনের সভাপতিত্বে ও সেলিম আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক ও ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, মহানগর বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, মহানগর বিএনপির সদস্য ও ২১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান। বক্তব্য রাখেন মহানগর কৃষকদল নেতা তাহের আলী সুমন, ময়নূল হক স্বাধীন, সৈয়দ নোমানুর রশীদ, কাজী দেলোয়ার আহমদ, ইকবাল আহমদ, শহীদুল ইসলাম রাজিব, রিপন আহমদ, আব্দুল হামিদ, সাকিল আহমদ, শাহজাহান, মোবারক, নাদিম আহমদ প্রমুখ।
সভায় ময়নূল ইসলাম খাঁন সায়েক আহবায়ক, শামীম আহমদ সুমন যুগ্ম আহবায়ক, ফখরুল ইসলাম যুগ্ম আহবায়ক, মিনহাজ আহমদ যুগ্ম আহবায়ক, আশরাফুল আমিন রনি যুগ্ম আহবায়ক, শাহীন আহমদ যুগ্ম আহবায়ক ও মোসলে উদ্দিন মিলুকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ২১ নং ওয়ার্ড কৃষকদলের নতুন কমিটি গঠন করা হয়।