জিয়ার জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৮:২৯:২৩ অপরাহ্ন
সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আছর সিলেটের জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সহ-সভাপতি মইনুল ইসলাম, সোহেল মাহমুদ, মো. হেয়ায়েত উল্লাহ হিরণ, জেলা যুবদলের সহ-সভাপতি মির্জা জাহেদুর রহমান, মহানগরের সহ-সভাপতি মো. সুরুজ আলী, জেলার সহ-সভাপতি জুবায়ের আহমদ, মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, পারভেজ খান জুয়েল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম রুমেল, মো. এখলাসুর রহমান মুন্না, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরান হোসেন হেলাল, এনামুল হক চৌধুরী শামীম প্রমুখ। বিজ্ঞপ্তি