গোয়ালাবাজারে স্ট্যান্ডার্ড ব্যাংক এর শাখা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৯:৩৪:৩৭ অপরাহ্ন
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ বলেছেন, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সেবা প্রদান নয়, বরং গ্রাহকদের আস্থা অর্জন এবং তাদের জীবনমান উন্নত করা।
অধিকতর উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর সিলেট জেলার গোয়ালাবাজার এসএমই/কৃষিশাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু উপলক্ষে রোববার দুপুরে শাখা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, সিলেট অঞ্চলের প্রধান আবু রাহেদ খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের গোয়ালাবাজার শাখার শাখা প্রধান সদানন্দ দেবনাথ। অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী আলাউদ্দিন রিপন, প্রবাসী আব্দুস সালাম শেখ। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের সিলেট জেলার গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা কাহের ম্যানশন শপিং কমপ্লেক্স (২য় ও ৩য় তলা), হোল্ডিং নং.- ১১৭৪, ওসমানী নগরে কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তি