মাদকসহ র্যাবের হাতে আটক ১
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৯:৫৬:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গোপন অভিযানে ৩৪ বোতল বিদেশী মদ ও ২৫০ গ্রাম গাঁজাসহ মো. নাঈম মিয়া (২৫) নামে একজনকে আটক করেছে র্যাব-৯। শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকেসহ এসব মাদক জব্দ করা হয়। আটক নাঈম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার মো. শাহীন মিয়ার ছেলে।
এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ মিডিয়া অফিসার এএসপি মো. মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।