মৌলভীবাজারে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৫:৩৪:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ মাহবুবুর রহমান, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মোস্তফাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমরান, সমন্বয় কমিটির সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা জামে মসজিদের ইমাম প্রতিনিধি শেখ মোঃ শাহ আলম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী দেওয়ান আশিকুর রশিদ চৌধুরী, নায়েবে আমীর প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মোঃ ইসমাইল আলী প্রমূখ।
সভায় বলা হয়, আগামী ২০ জানুয়ারি থেকে সারাদেশের সাথে মৌলভীবাজারেও ভোটার তালিকা হালনাগাদ করা হবে। যাদের জন্ম ২০০৮ সাল বা তার পূর্বে তারা এই তালিকার অন্তর্ভুক্ত হতে পারবেন।