শ্রমিক কল্যাণ হাসপাতাল থানা পশ্চিমের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৫:৫৭:২০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধীন হাসপাতাল থানা পশ্চিম-এর উদ্যোগে কেন্দ্রঘোষিত সেবাপক্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার রাতে নগরীর জিন্দাবাজার এলাকায় হতদরিদ্র শ্রমিকদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
হাসপাতাল থানা পশ্চিমের সভাপতি মোঃ আব্দুল সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজনের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ দিলশাদ মিয়া।
উপস্থিত ছিলেন ফেডারেশনের বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম, মহানগর হাসপাতাল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ তারেক আহমদ ও কোষাধ্যক্ষ রইস উদ্দিন। এসময় নগরীর বিভিন্ন মেডিকেল কলেজ-হাসপাতালের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি