ইসলাম শ্রমজীবীদের মর্যাদার আসনে বসিয়েছে : অধ্যাপক আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৫:৫৯:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর, জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন,‘শ্রমিক কল্যাণ ফেডারেশন সহজ ভাষায় শ্রমিকদের কাছে ইসলামী শ্রমনীতি তুলে ধরার প্রয়াস চালিয়ে আসছে। আমরা ইসলামী আদর্শ ধারণ করি। ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে আসছি। আমাদের আদর্শ কালজয়ী আদর্শ। আমাদের আদর্শ সকল জাতি গোষ্ঠীর জন্য সমানভাবে প্রযোজ্য। তবে আমাদের আদর্শ মেহনতি শ্রমজীবী মানুষদের বিশেষভাবে সম্মানিত করেছে। অন্য সকল আদর্শ যখন শ্রমজীবী মানুষের মর্যাদা সম্মান দিতে ব্যর্থ হয়েছে তখন ইসলামী আদর্শ সমাজ রাষ্ট্রে শ্রমজীবীদের মর্যাদা উঁচু আসনে বসিয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় বিশ্বনাথ উপজেলার পনাউল্লা বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অলংকারী ইউনিয়ন শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
ইউনিয়ন সভাপতি ও ইউনিয়ন পরিষদের মেম্বার বশির আহমদের সভাপতিত্বে ও শ্রমিকনেতা মুহাম্মদ আবুল কালামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, শ্রমিক কল্যাণের সাবেক জেলা সহকারী সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক শাহিন আহমদ রাজু, উপজেলা সভাপতি সাবেক মেম্বার হাবিবুর রহমান, অলংকারী ইউনিয়ন আমীর কামাল আহমদ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ তামিম, মকবুল আহমদ ও সাবেক ছাত্রনেতা রাবেল আহমদ।
উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, আবুল হোসাইন, জয়নাল আবেদীন, আতিকুর রহমান ও ফখরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি