ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৬:০৭:৪৭ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে। প্রচন্ড শীতে অসহায় গরিব মানুষদের কষ্টের অন্ত নেই। সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন।তিনি রোববার চা-বাগানের চিতল মাটি মাঠে ৫ শতাধিক শ্রমিকদের মধ্যে শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব সদস্য মো. নুর উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সিহাব চৌধুরীর পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশরাফ গাজী, জব্বার চৌধুরী, ফখরুজ্জামান ফখরুল, খায়রুল আখতার চৌধুরী, শাহিন আজাদ, আমিনুল ইসলাম, দিলীপ দে, আবুল কালাম, মোস্তফা আহমদ, সাইদুর রহমান বাবলা, হাবিবুর রহমান জুনেদ, সাইফুল ইসলাম, পাভেল আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল হান্নান, আব্দুল মালেক, আব্দুল আহাদ, খন্দকার মাহবুব, আব্দুল মুমিন, পাভেল কোরেশি, সাইফুল তালুকদার, আহমদ হোসেন, এনাম উদ্দিন, ফয়সল আহমদ, আলমগীর হোসেন, আতিকুর রহমান, ওলিউর রহমান, আব্দুর রহিম, লিয়াকত আহমদ, প্রফেসর মাসুক আহমদ, নাসির উদ্দীন, ইমন আহমদ, মিজান উদ্দিন, দিলাল হোসেন, মেরাজ আহমদ ও ইমরান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি