জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৬:১০:৫৫ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই, সুস্থ দেহে সুন্দর মন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, বিএনপি নেতা নেতা মোহাম্মদ আলী, মো: আব্দুল মালিক, শাহ মোঃ শাজাহান, মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা নেতা ফখরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।