জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৭:০১:৫২ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা সোমবার বেলা ২টায় সমিতির ২নম্বর হলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাছুম আহমদ এডভোকেট এর যৌথ সঞ্চালনায় সভায় ২০২৪ অর্থ-বছরের নিরীক্ষক কয়ছর আহমদ এডভোকেট বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ২০২৪ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। সভা কর্তৃক উক্ত বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয় এবং নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়।
নবনির্বাচিত সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের বখ্ত জুবের এডভোকেটসহ সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী সহ সভাপতি-১ মোঃ জালাল উদ্দিন এডভোকেট ও সহ সভাপতি-২ মোঃ নুরুল আমিন এডভোকেট। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ সম্পাদক মোঃ বদরুল আলম শিপন এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট। বিজ্ঞপ্তি