সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার পণ্য আটক
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৬:৫৯:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি টাকার ভারতীয় চিনি ও জিরা আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ হাজার টাকা। সোমবার ভোর রাত ৪ টার দিকে এসব পণ্য আটক করার বিষয়টি বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি জানায়, সোমবার ভোর রাত ৪ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ছিনাকান্দি বিওপির একদল বিজিবি সদস্যের নেতৃত্বে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা ছাতারকোনা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি ও ৯২ কেজি জিরা জব্দ করে। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৬ হাজার ৮৩০ টাকা। এ সময় ৪টি পিকআপও আটক করেন তারা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকা থেকে কোটি টাকার উপরে ভারতীয় পণ্য আটক করা হয়েছে। আটককৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।