ভার্থখলা মাদ্রাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৭:১৬:২৯ অপরাহ্ন
জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। এ আয়োজন গত শনিবার থেকে শুরু হয়ে রোববার সমাপ্ত হয়। মহাসম্মেলনে হাফিজ ও মাওলানাদের মধ্যে পাগড়ী প্রদান করেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মহাসম্মেলনে বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারব। বক্তারা ধর্মীয় ও সামাজিক জীবনের জন্য ইসলামের গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার ওপর বিশেষ জোর দেন। বক্তারা বলেন, ইসলামী শিক্ষা এবং নৈতিক আদর্শ চর্চার মাধ্যমে সমাজকে সন্ত্রাস, দুর্নীতি এবং অশান্তি থেকে মুক্ত করা সম্ভব। ইসলামের মূল শিক্ষা এবং তা ব্যক্তিজীবন ও সমাজে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
জামেয়ার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে ও মাওলানা ইয়াকুব জাকিরের উপস্থাপনায় সমাপনী দিনে বয়ান পেশ করেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি আবুল হাসান জকিগঞ্জ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নূরুল হক নবীগঞ্জ প্রমুখ।
সম্মেলনের শেষদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির উন্নয়ন এবং বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি