ক্যাব’র নিরাপদ খাদ্য উৎসব ও রেসিপি প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৮:০৩:১৪ অপরাহ্ন
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) ও ওয়েল্টহাঙ্গারহিলফি-বাংলাদেশ এর যৌথ সহযোগিতায় নিরাপদ খাদ্য উৎসব ও রেসিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা হ্যাপী বেগম।
ক্যাব’র এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ একরামুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. হাসনাইন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, প্রচার সম্পাদক সাংবাদিক মো. দুলাল হোসেন, সদস্য সাংবাদিক ইকবাল কবির, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, নুরুল হোসেন, এফআইভিডিবি’র কর্মকর্তা সুলতান মাহমুদ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষিকা কুমকুম হাজেরা মারুফা, হাসনাত জাহান ও ফরহাত আরা বেগম। দিনব্যাপী উৎসব ও প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। বিজ্ঞপ্তি