সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক, সম্পাদক উজ্জল
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৮:০৫:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হক ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের নূরে আলম সদ্দিকী জয়ী হয়েছেন। রোববার রাত সাড়ে ১০ টায় আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সইল মিয়া।সভাপতি পদে আব্দুল হক পেয়েছেন ১৭৪ ভোট ও সাধারণ সম্পাদক নূরে আলমের প্রাপ্ত ভোট ২৫০। যুগ্ম সম্পাদক পদে ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এএসএম মাহবুবুল হাছান তালুকদার। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ হুমায়ুন কবির, সায়েদুর রহমান তালুকার, জুলহাস মিয়া, রজত কান্তি সরকার, ও মো. আফিজ মিয়া নির্বাচিত হয়েছেন।
এদিকে, সিনিয়র সহ-সভাপতি পদে মো. আজাদুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. আবু বকর, কোষাধ্যক্ষ পদে মহসিন রেজা মানিক, পাঠাগার সম্পাদক পদে মো. মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে ফরহাদ উদ্দিন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাতেমা আক্তার রেখা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।