জিয়ার জন্মবার্ষিকীতে শাবি ছাত্রদলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৮:০৮:৪৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার বাদ আসর সিলেট নগরীর আখালিয়া এলাকার আলী বক্স জামে মসজিদে শাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন, ছাত্রদল নেতা রাহাত জামান, নাঈম সরকার, সোহাগ মাহমুদ, নাজমুস সাকিব, জহিরুল, শাহ পরান, নিলয়, আসিফ মাহির, আরফান উদ্দিন, আদনান মোহন, সৈয়দ ওসামা, মারুফ বিল্লাহ, আফফান, মিঠু সরকার এবং মুস্তাকিন ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।