সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৫, ৯:০৮:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার সকালে সিলেট সদর উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।
সিলেট নগরীর মেজরটিলা শাহজালাল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত বক্তারা ভোটার তালিকা হালনাগাদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সবাইকে এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, সঠিক ও নির্ভুল ভোটার তালিকা একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এ কার্যক্রমে সকলের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমটি সিলেটের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হবে। নতুন ভোটার হিসেবে নিবন্ধন, তথ্য হালনাগাদ ও সংশোধনের সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে।