বড়লেখায় পানচাষী হত্যার প্রধান আসামী কারাগারে
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৭:০৪:৪৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথলের চাঞ্চল্যকর পানচাষী শাজাহান আহমদ হত্যা মামলার প্রধান আসামী চিহ্নিত চোরাকারবারি আব্দুল বাছিতের দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুল বাছিত বোবারথল ইসলামনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
৮ আগস্ট আসামী আব্দুল বাছিতসহ তার সহযোগিরা পূর্ব-বিরোধের জেরে গলা কেটে হত্যার পর পানচাষী যুবক শাজাহান আহমদের লাশ টিলার নির্জন একটি স্থানে ফেলে যায়। সে সীমান্তবর্তী বোবারথল ষাটঘরির মৃত ইছমাইল আলীর ছেলে।
থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম জানান, শাজাহান হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী আব্দুল বাছিতকে দুই দিনের রিমান্ডে থানায় নেওয়া হয়। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।