বিআরটি সিলেট সার্কেলের গণশুনানি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৬:৪৭:৩৮ অপরাহ্ন
সিলেটে সুষ্ঠু পরিবহন ব্যবস্থার লক্ষ্যে বিআরটি সিলেট সার্কেল অফিসের সার্বিক কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় সিলেট জেলা প্রশাসক সম্মেলনকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটি) সিলেটের সহকারি পরিচালক মো. আবু আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খাঁন (সাদেক), জেলা বাস মিনিবাস কোচ মাইক্রবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, ইমা লেগুনা মালিক সমিতির মামুনুর রশিদ, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জুলহাস হোসেন বাদশা, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, সুনামগঞ্জ জেলা প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন, সিলেট জেলা ট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।
গণশুনানিতে নাম্বার ও পারমিটবিহীন গাড়ি, শহর এবং শহরের বাইরে কোন কোন গাড়ি চলাচল করবে, ড্রাইভিং লাইসেন্সের ধীরগতি, সার্ভার সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এ সকল সমস্যা সমাধানের জন্য অনলাইনে সেবা প্রদান ও দুটি হেল্প ডেক্স খোলা হয়েছে। বিজ্ঞপ্তি