নগরীতে বিদেশী মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৭:১০:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শহরতলীর জালালাবাদ থানা এলাকা থেকে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৪শ ৩৫ বোতাল বিদেশী উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে তারা। সোমবার তেমুখি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. আমির হোসেন (৩৯)। তিনি শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার মনুয়া গ্রামের মো. সেকান্দারের ছেলে। র্যাব জানান, আটক ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দিয়ে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।