ইসলামী আন্দোলন মহানগর কমিটির শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৭:১৫:২৮ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন স্বাধীনতার ৫৩ বছরেও দেশের মধ্যে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। বিগত সরকারগুলো দেশের সকল সেক্টরকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। এমতাবস্থায় দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে সংস্কার করে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়নের পরে জাতীয় নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচন দিলে দেশের জনগণ তা মেনে নিবে না। তিনি বলেন, এক ফ্যাসিস্টকে বিদায় করেছি আরেক ফ্যাসিস্ট যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যবস্থা করতে হবে। যেকোন অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় রাজপথে থাকবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার বিকেল ৩টায় আইএবি সিলেট মহানগরের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর কমিটির ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথবাক্য পাঠ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মুফতী সাঈদ আহমদ ও মজলিসে শুরার সদস্যবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর এর ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ আমেলার তালিকা: সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ-সভাপতি হাফেজ মাওলানা আস্আদ উদ্দীন, মাওলানা আব্বাস উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুস শহিদ, সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এল.এল.বি, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ বোরহান উদ্দীন, এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খাঁন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী মুহিবুর রহমান রনি, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সোবহান আব্বাসী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এস. এম সামছুল আলম চৌধুরী এল.এল.বি, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মদ সিদ্দিকুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল বারী, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাকির হোসাইন, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ ওলিউর রহমান সাদিক, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদিরুল ইসলাম মোল্লা, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মকসুদ আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ ইসহাক আহমদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, হাফেজ মুহসিন আহমদ, মোহাম্মদ আব্দুজ জাহের, ক্বারী আব্দুল হান্নান, আল আমিন হামজা, মোহাম্মদ সারোয়ার হোসাইন ও মোহাম্মদ কামাল আহমদ। বিজ্ঞপ্তি