শ্রমিক কল্যাণ কোতোয়ালী থানা পশ্চিমের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৭:১৯:৩১ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর কোতোয়ালী থানা পশ্চিম-এর উদ্যোগে কেন্দ্রঘোষিত সেবাপক্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার রাতে নগরীর জিন্দাবাজার এলাকায় বিভিন্ন পেশার শ্রমিকদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কোতোয়ালি থানা পশ্চিমের সভাপতি মোঃ জাবেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকে আব্দুল হামিদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ও সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসাম মারুফ।
এসময় ফেডারেশনের কোতোয়ালী থানা পশ্চিমের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি