জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৭:২১:৫৯ অপরাহ্ন
সিলেট জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মেহনতী শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় নগরীর তালতলায় অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবিদুর রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সিলেট মহানগর সভাপতি আব্দুল মালিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সদস্য মোবারক আলী, শেরে আলম, জহুরুল হক প্রমুখ। এছাড়াও নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি