জেলা বারে পরাজয় : মহানগর সভাপতি-সেক্রেটারীকে কেন্দ্রীয় বিএনপির শোকজ
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৯:২১:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের বিপর্যয়ের কারণে নড়েচড়ে বসেছে বিএনপির হাই-কমান্ড। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের কমিটি বিলুপ্তের পর তদন্ত কমিটি গঠনেও ক্ষান্ত হয়নি কেন্দ্রীয় বিএনপি।
এবার এর কারণ জানতে চেয়ে ৩৬ ঘন্টার মধ্যে জবাব দিতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে নোটিশ দিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে- সম্প্রতি অনুষ্ঠিত সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করতে মহানগর বিএনপি যথাযথ উদোগ গ্রহণ করেনি। সভাপতি ও সাধারণ সম্পাদকের উদাসীনতার কারণে ঐ নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের বিপর্য ঘটে।
এহেন দায়িত্বহীনতার কারণে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৩৬ ঘন্টার মধ্যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।