সিলেটে হঠাৎ ঘন কুয়াশা
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৮:৪৭:৫৮ অপরাহ্ন

ছবি: এইচ এম শহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও হালকা থেকে ঘন কুয়াশায় পড়ছে। বিশেষ করে ভোর ও সন্ধ্যার পর থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। সেই সঙ্গে হিমেল বাতাসও আছে। মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকতে দেখা যায় সিলেটের সর্বত্র। আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. সজিব হোসাইন জানান, মঙ্গলবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া পাঁচদিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।