সিলেট গ্যাসফিল্ডে চুক্তিবদ্ধ গাড়ি রেখে নতুন দরপত্র আহ্বান : হাইকোর্টে রিট
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৯:০৯:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট গ্যাসফিল্ডের তেল পরিবহনের জন্য প্রতিদিন ১৬০টি গাড়ি প্রয়োজন হয়। সেখানে ৪১৩টি গাড়ি নিবন্ধনভুক্ত করে ইতোমধ্যে রাষ্ট্রের অর্থের অপচয় করা হচ্ছে। এখন আবার নতুন গাড়ি নিবন্ধন দেয়ার চেষ্টা চালাচ্ছে গ্যাসফিল্ড কর্তৃপক্ষ। এতে অপচয় আরও বাড়বে। পাশাপাশি চাহিদার চেয়ে বেশি গাড়ি নিবন্ধনভুক্ত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কম্পিটিশন বাড়বে। তখন তেলে ভেজালসহ নানা অনিয়ম বাড়বে।
এদিকে রাষ্ট্রের অপচয় রোধে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সিলেট গ্যাসফিল্ডের জ্বালানি তেল পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। পাশাপাশি দরপত্র আহ্বান বন্ধে হাইকোর্টে রিট করেছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, জ¦ালানি তেল পরিবহনে চুক্তিবদ্ধ ঠিকাদারদের দিয়ে তেল পরিবহন বন্ধ রেখে নতুন করে তেল পরিবহনের জন্য দরপত্র আহ্বানের চেষ্টা চালান গ্যাসফিল্ড কর্তৃপক্ষ। তাই নতুন দরপত্র আহ্বান না করতে সিলেট গ্যাসফিল্ড জ্বালানি পরিবহন মালিক সমিতি গত ডিসেম্বর মাসে সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি এই দরপত্র আহ্বান বন্ধে হাইকোর্টে রিটও করেছেন তারা।
এর আগে ২০২৩ সালে ও এরকম একটি দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়া হলে সেটির বিরুদ্ধে ও সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের এমডি বরাবর অভিযোগ দাখিল করেছিল তেল পরিবহন মালিক সমিতি। এরপর গত ২৪ ডিসেম্বর হাইকোর্টে রিট করা হয়।
সিলেট গ্যাসফিল্ডের জ্বালানি তেল পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো. নাজমুল হক বলেন, ২০২০ সালে সিলেটের ২১টি পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠান তেল পরিবহনের জন্য নিবন্ধিত হয়। এতে ৪১৩টি গাড়ি নিবন্ধিত হয়। কিন্তু তেল পরিবহনের জন্য প্রতিদিন ১৬০টি গাড়ি প্রয়োজন হয়। অতিরিক্ত দুই শতাধিক গাড়ি বসে থাকে। এই পরিস্থিতিতে নতুনভাবে পরিবহন ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড। স্মারকলিপিতে নতুন দরপত্র আহ্বান না করে চুক্তিবদ্ধ ঠিকাদারদের দিয়ে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়।
এ বিষয়ে রশিদপুর গ্যাসফিল্ড লিমিটেডের এমডি আলমগীর আজাদ বলেন, তেল পরিবহন মালিক সমিতি প্রদত্ত স্মারকলিপির আলোকে সংশ্লিষ্ট দপ্তরের কোনো আদেশ আমরা পাইনি। তাছাড়া এ নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে খবর পেয়েছি।
সিলেট গ্যাসফিল্ডস লিমিটেডের এমডি প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, জ্বালানি তেল পরিবহন মালিক সমিতি স্মারকলিপি দিয়েছিল। তারা আবার হাইকোর্টে রিট করেছে। এই রিটের প্রেক্ষিতে আপাতত ৬ মাসের জন্য বিষয়টি স্থগিত রাখা হয়েছে। হাইকোর্টের আদেশে অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।