ওসমানীনগরে শোকরানা মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ১০:২২:১১ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে শেখ ফজিলাতুন নেছা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ২০২৪ সালে আলীম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী’র যোগদান উপলক্ষে শোকরানা মাহফিল এবং মাদরাসার সার্বিক পরিস্থিতি নিয়ে গুণীজন ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মুক্তারপুরস্থ মাদরাসা প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালীর সভাপতিত্বে ও শিক্ষক আতাউর রহমান এবং মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বুরুঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান খলিল আহমদ, সমাজসেবক মুজাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা সাইদুর রহমান চৌধুরী, মুফতি নেছার আহমদ চট্টগ্রামী, প্রভাষক আতাউর রহমান সাদী, অধ্যাপক জালাল উদ্দিন আল কাদরী, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল হাই, ইউপি সদস্য আসাদুজ্জামান জুবায়ের, নিকাহ রেজিষ্ট্রার মাওলানা খলিল আহমদ প্রমূখ।