সদর বিএনপির সাংগঠনিক সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ১১:০৩:৩৬ অপরাহ্ন
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলীর সুস্থতা কামনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে বাদ মাগরিব জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাতক্ষণিকভাবে মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তিনি অত্র হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ ও আনসারসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট সদর উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মহানগর যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর বিএনপির সিনিয়র নেতা আব্দুল্লাহ সফি শাহেদ, মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বকস, মহানগর বিএনপির কার্যনিবার্হী কমিটির অন্যতম সদস্য ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্ছু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, কল্ল্যোল জ্যোতি বিশ্বাস জয়, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য উসমান গণি, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, মাসুক আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, আনছার আলী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, সিলেট মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আহবায়ক ফয়েজ আহমদ খান বেলাল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কবির আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্ছু, সিলেট মহানগর জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট মহানগরের সদস্য সচিব শাব্বির হোসাইন জামিল, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দীন, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল, সিলেট মহানগর জিসাসের যুগ্ম আহবায়ক আহবায়ক আব্দুল আহাদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবিব, শাহীন আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন সুজন, জেলা যুবদলের সহ কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু, মহানগর যুবদলের সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমন আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আরিছ আহমদ, মহানগর জিসাসের যুগ্ন আহবায়ক মোস্তাকিন আহমদ, সিলেট আইন মহা বিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক শুয়েব আহমদ খান, মহানগর জিসাস এর যুগ্ম আহবায়ক আলী হোসেন ভুইয়া,আরাফাত রহমান খুকু স্বৃতি সংসদ জৈন্তাপুর উপজেলার রুহুল আমিন রাজ, জিসাস সিলেট মহানগরের আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা সদরুল আমিন চৌধুরী।