জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৮:৩৬ অপরাহ্ন

মঙ্গলবার সন্ধ্যায় জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচী সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব,আব্দুল্লাহ ইলিয়াসের পরিচালনা স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও জৈন্তাপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জৈন্তাপুুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম মেম্বার, যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ, আব্দুল মুতলিব, নোমান আহমদ, সালেহ আহমদ, মাসুক আহমদ, সদস্য কবির আহমদ, সুজন আহমদ প্রমুখ।
মতনিমিয় সভায় জৈন্তাপুর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি