জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৫, ৫:৩৪:৫১ অপরাহ্ন
বালাগঞ্জ উপজেলার জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজ -এ শিক্ষার মান উন্নয়নে বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড়স্হ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময়
সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাদ মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মাখন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজেফর আলী, বিশিষ্ট মুরব্বি ডা. আব্দুশ শহীদ, ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ ফজির আহমদ,৮ং ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ মধু, মোঃ খালেদ আহমদ, মোঃ বোরহান উদ্দিন।
বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রতাপ দাশ তালুকদার, বর্তমান প্রধান শিক্ষক মুশাররফ হোসেন টিপু, সহকারী প্রধান শিক্ষক সাহেদ আহমদ, মুস্তাফিজুর রহমান, দেবাশ্রিত দাশ প্রমুখ। সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি