জকিগঞ্জে ব্যবসায়িক ভবনে আগুন, ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৬:০৩:৩৩ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ব্যবসায়িক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ধরনের মালামালসহ বিল্ডিং পুড়ে প্রায় ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পূর্বপাশে অবস্থিত আযকার সেন্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভবনটিতে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর জন্য কাজ শুরু করেন। আগুন নেভাতে গিয়ে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খাঁনসহ অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে রাত সাড়ে ১১ টায় আগুন নেভায়। আগুনে আযকার সেন্টারে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আযকার সেন্টারের পরিচালক মাওলানা আব্দুল মান্নান জানান, আযকার সেন্টারের নীচতলার একটি ব্যটারীর দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আযকার ভবনে থাকা বিভিন্ন দোকানের মালামাল পুড়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বিল্ডিংয়ের আরোও ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এতে সর্বমোট ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা পাওয়া গেছে।