গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৭:১৬:৪৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হলোনা দুই শিক্ষার্থীর। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাদের প্রাণ। গোয়াইনঘাট-সালুটিকর সড়কের সতিগ্রামের রজব আলীর বাড়ির নিকটে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ভিতরগুল গ্রামের শফিক আহমদের ছেলে রিফাত আহমদ কিবরিয়া (১৯) ও ফরিদ উদ্দিনের ছেলে সুফিয়ান আহমদ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই শিক্ষার্থী গোয়াইনঘাট সরকারী কলেজে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি পিকআপের সাথে (ডিআই) ধাক্কা লেগে তারা রাস্তায় পড়ে গেলে গোয়াইনঘাটগামী একটি যাত্রীবাহি অটোবাইক তাদের উপর দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিফাত আহমদকে মৃত ঘোষণা করেন এবং তার সঙ্গী মোটরসাইকেল চালক সুফিয়ান আহমদকে সিলেটে রেফার করেন। বেলা ৩টায় স্বজনদের নিকট খবর অসে সিলেট ওসমানীতে সুফিয়ানও মারা গেছেন।
জানা যায় রিফাত ও সুফিয়ান চাচা ভাতিজা সম্পর্ক। রিফাতের স্বজনরা জানান, তার ভাবীর জানাজা হয় মঙ্গলবার বাদ আসর এবং তার চাচীর জানাজা বুধবার বাদ জোহর থাকায় তারা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই জহরলাল জানান, নিহতদের মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছ, লাশ জরুরী বভাগে রয়েছে, পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।