মাধবপুরে সঈদ উদ্দিন কলেজে পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৭:৩০:৫৬ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহেদ বিন কাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজের আজীবন দাতা সদস্য সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, শিক্ষক সাইফুল ইসলাম মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম খান, সমন্বয়ক এমদাদুল হক মিলন প্রমূখ।