পাথর ও বালু মহাল সচলের দাবিতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৮:১৫:০২ অপরাহ্ন
সিলেট বিভাগের সকল গেজেটভুক্ত পাথর ও বালু মহাল সচলের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, সচিব সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার ও সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অবৈধ আদেশ বাতিল করে সারাদেশের গেজেটভুক্ত পাথর কোয়ারী, সিলিকা বালু, নূরী পাথর, সাদামাটি উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করায় অর্ন্তবর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে উল্লেখ করা হয়, এক সপ্তাহের মধ্যে সনাতন পদ্ধতির পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয়ের গাইডলাইন ২০১৪ এর ৩.১ বিধি অনুযায়ী পাথর ও বালু উত্তোলনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে অনুরোধ জানানো হয়। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, আয় রোজগার না থাকায় প্রান্তিক ২০ লক্ষাধিক শ্রমিক ও ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। পাথর ও বালু অধ্যুষিত এলাকায় নিরব দুর্ভিক্ষ ঠেকাতে সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ, পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের আহবায়ক সাংবাদিক আবুল হোসেন, যুগ্ম আহবায়ক সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমদ সুহেল, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার মামুন, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব ও মোঃ শাহজাহান, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শরিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ লস্কর, দক্ষিণ সুরমা মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, শাহপরাণ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক বাবলা আহমদ বাবুল, আইনজীবী ও শ্রমিক নেতা মুশাহিদ আলী মামুন, আশিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি