আওয়ামী লীগ ১৫ বছর দুর্নীতি করেছে: লুনা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৮:২৯:০৮ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াছ আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দলের দুর্দিনে যারা স্বৈরাচার আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে চলেছিলেন, তারা আজ সামনের সারিতে বসতে পারবেন না। সভা সমাবেশে এসে ধাক্কাধাক্কি করে সামনে আসার চেষ্টা করবেন না। দলের সাথে আসেন, কাজ করেন। আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করবো। ৫ আগস্টের আগে আমরা অনেককেই পাইনি, আজ কর্মসূচীতে জায়গা দেওয়া যায়না। আমরা দুর্দিনের নেতা কর্মীদের মূল্যায়ন করবো। আওয়ামী লীগ ১৫ বছর দুর্নীতি করেছে। দয়ামীরের ওসমানী জাদুঘর ও পাঠাগারে কোন বই আসবাবপত্র নেই। এখানের বরাদ্দে দুর্নীতি হয়েছে। আমি ইউএনওকে বলবো, এই পাঠাগারের দুর্নীতি খতিয়ে দেখার জন্য।
তিনি বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারস্থ ওসমানী স্মৃতি জাদুঘর ও পাঠাগারে শীতবস্ত্র বিতরণপূর্ব সভায় উপরোক্ত কথা বলেন।
উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনির সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী এবং ছাত্রদল সভাপতি জুয়েব আহমদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম, আব্দুল রুপ আব্দুল, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জমির আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন, তাজুল ইসলাম, আকিক চৌধুরী, হাবিবুর রহমান, যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ জামিল, যুক্তরাষ্ট্র যুবদল নেতা শাহবাজ আহমেদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদোয়ান আহমেদ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ রুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লয়লুছ মিয়া, রিমন মাহমুদ রাসেল, রেজাউল করিম, সদস্য রেজাউল ইসলাম, জালাল উদ্দীন, এমাদুল মিয়া, তোফায়েল আহমেদ, কাজী শওকত, জিয়া উদ্দিন, হুমায়ুন আহমেদ, জুয়েল আহমেদ, রফিক আহমেদ, নাজমুল ইসলাম, সাহিদ মিয়া, সাদিকুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আল মাসুম আবির, ফুজায়েল আহমদ, রাজু আহমদ রাজ, উপজেলা ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেন বদরুল, জাহিদুর ইসলাম তুষার ও হোসাইন আহমদ প্রমূখ।