দাসপাড়া থেকে ভারতীয় কসমেটিকসসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৯:০৯:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলীতে ভারতীয় কসমেটিকসসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর শাহপরান থানার দাসপাড়া থেকে এসব পণ্যসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- আটককৃতরা হলেন- মো. কাউছার হোসেন (২৫), মো. জাফর (২৬) ও ৩. আসাদুল (৩৬)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শাহপরান থানাধিন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপন করে একটি কাভার্ড ভ্যান থামানো হয়। এসময় ভ্যানে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৫২ হাজার ৭৬০ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।