আবাসিক হোটেলে পৃথক অভিযানে ৯ নারী-পুরুষ আটক
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৯:১০:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর বিভিন্ন হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।এরমধ্যে দক্ষিণ সুরমার আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ ও নগরীর রাজারগলিস্থ একটি হোটেল থেকে আরো ২ নারী-পুরুষকে আট করে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ ঢাকা প্যালেস আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের দায়ে ৭ জনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।আটককৃতরা হলেন- জিবান আহমদ (২২), রুহুল আমিন (২৪), শফিকুল ইসলাম পাপ্পু (২৪), স্বপন মিয়া (৩৫), এনি বেগম (১৯), মেহের জাবিন নামিয়া (১৯) ও নিপা আক্তার তানিয়া (১৯)।
এদিকে মঙ্গলবার রাতে নগরীর রাজারগলিস্থ নিউ জালালী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরো ২ নারী-পুরুষকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলেন- সালেহ আহমদ (২৩) ও নাসিমা (২০)।এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃত ৭ জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এবং অপর ২ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে একই দিন নগরীর আম্বরখানা এলাকার আবাসিক হোটেল আলীবাবা থেকে অসামাজিক কাজের দায়ে দুই নারী ও দুই পুরুষকে আটক করে পুলিশ।