এসএমপির উর্ধ্বতন ২ পদে রদবদল
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৯:১২:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি), সুপার নিউমারারি এডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং সুপার নিউমারারি এসপি পদমর্যাদার ২০ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
রদবদল হওয়া ২০ পুলিশ কর্মকর্তার মধ্যে সিলেটের উর্ধ্বতন ২ কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী- সুপারনিউমারারি পুলিশ হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মো. রাজীব ফারহানাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং খুলনা রেঞ্জ ডিআইজ কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির (পিএসসি)-কে এসএমপি’র উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।