শঙ্কা উড়িয়ে চালু থাকবে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ৯:৩২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বন্ধের শঙ্কায় পড়েছিলো সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। এ নিয়ে সিলেট ও লন্ডনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। সুধি ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। তবে আশার কথা হলো, গুরুত্বপূর্ণ এ রুটে বিমানের ফ্লাইট চালু থাকবে বলে আশ্বস্থ করেছেন বিমানের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার নর্থ ইংল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের দাবি নিয়ে বিমান চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় ফ্লাইট চালু রাখার ব্যাপারে আশ্বাস দেন বিমান চেয়ারম্যান। বিমানের চেয়ারম্যানের সঙ্গে কথা বলা প্রসঙ্গে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী একটি গণমাধ্যমে বলেন, সকালে বিমান চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। সিলেট-মানচেস্টার রুটে ফ্লাইট নিরবচ্ছিন্নভাবে চালু রাখার ব্যাপারে কথা বলি। এ সময় বিমান চেয়ারম্যান আশ্বস্থ করে বলেছেন, এ রুটে বিমানের ফ্লাইট বন্ধ হবে না। চালু থাকবে। টিকিটিং সিস্টেম চালু রাখতে তিনি ইতিমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আরিফুল হক চৌধুরী বলেন, হজ্বের ফ্লাইট নিয়ে বিভিন্ন রুটে বিমানের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। তবে সেটি এখনো চূড়ান্ত নয়। যদি ভাড়ায় উড়োজাহাজ পাওয়া যায় তাহলে সিলেট-মানচেস্টার রুটে বিমানের কোনো ফ্লাইট স্থগিত হবে না বলে চেয়ারম্যান আশ্বস্থ করেছেন।
এদিকে, সিলেট-মানচেস্টার রুটে মে মাস থেকে অনলাইনে টিকিটিং সিস্টেম বন্ধ রাখা হয়েছে। ফলে রুটে ফ্লাইট বন্ধের আশঙ্কা করে যুক্তরাজ্যে ও সিলেটে আন্দোলন করছেন প্রবাসীরা। এর ধারাবাহিকায় মঙ্গলবার রাতে সিলেটের অভিজাত একটি হোটেলে সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন ইউকে এনআরবি সোসাইটির নেতৃবৃন্দ। ওই সভায় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, সিলেট-মানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ হলে সিলেট থেকে আন্দোলন শুরু করা হবে।
এর আগে ম্যানচেস্টার-সিলেট বিমানের ফ্লাইট বন্ধের চক্রান্তের প্রতিবাদে গত ১৫ জানুয়ারী সভা করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে।সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ১৫ জানুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় লন্ডনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, ম্যানচেস্টার-সিলেট রুট চালুর ফলে দেশের বৃহত্তর অঞ্চলের প্রবাসীরা উপকৃত হবেন। বিমান কর্তৃপক্ষের একটি চক্রান্তকারী চক্র ভুল তথ্য উপস্থাপন করে ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের পাঁয়তারা করছে।
এর প্রেক্ষিতে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বিমানের চেয়ারম্যানের সঙ্গে এ নিয়ে কথা বলেন। ইউকে এনআরবি সোসাইটির পরিচালক ও প্রবাস বাংলা টিভি’র সিও এম আহমদ জুনেদ বলেন, বিমান চেয়ারম্যানে আশ্বাসের খবরটি ইতিবাচক। তবে টিকিটিং সিস্টেম চালু না হওয়া পর্যন্ত আমাদের আশঙ্কা কাটছে না। বিষয়টি নিয়ে বিমান কর্তৃপক্ষ দ্রুতই কার্যক্রম দৃশ্যমান করবেন বলে আমরা আশাবাদী। আর এ সুখবরের অপেক্ষায় রয়েছেন নর্থ ইংল্যান্ডে বসবাসকারী প্রায় ৩ লাখ সিলেটি নাগরিক।