চৌকিদেখীতে মধ্যরাতে সিএনজির ধাক্কায় ২ শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ১:৪৫:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাস্তার পাশে ট্রাক থেকে রড নামাচ্ছিলেন ২ শ্রমিক। এরমধ্যে হঠাৎ বেপরোয়া সিএনজি অটোরিক্সা উঠে যায় তাদের উপর। এই ঘটনায় প্রাণ গেল ২ শ্রমিকের। বুধবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে নগরীর চৌকিদিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩৫) এবং বিশ্বনাথের সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০)। তারা বর্তমানে নগরীর শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের তেররতন এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার নগরীর চৌকিদিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে ট্রাক থেকে রড আনলোড করছিলেন ২ শ্রমিক। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এমন সময় পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের উপর উঠে গেলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁিড়র ইনচার্জ পলাশ চন্দ্র দাশ। তিনি জানান, রাতে দুর্ঘটনার ২ জন রোগী আসছিলেন। এরমধ্যে একজন হাসপাতালে আসামাত্র মারা গেছেন আর অপরজন চিকিৎসাধিন অবস্থায় মারা যান। দুজনের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।