জকিগঞ্জে এক রাতে ৭ দোকানে চুরি
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৬:০৬:৫৩ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার গোটারগ্রাম পয়েন্টে ৭টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানগুলোতে নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে যায় অজ্ঞাত চোরচক্র। বৃহস্পতিবার ভোর রাতে জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম ত্রিমুহনী পয়েন্টে এ চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে জকিগঞ্জ থানার এসআই মেরাজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, গোটারগ্রাম ত্রিমুহনী পয়েন্টে অবস্থিত হাফিজ জুবায়ের আহমদের শাহজালাল এন্টারপ্রাইজ, মোঃ আব্দুস শহীদের জুমারা স্টোর, কাওছার আহমদের দেলওয়ার স্টোর, গিয়াস আহমদের গিয়াস স্টোর, আতাউর রহমান লস্কর স্মৃতি পাঠাগার, জামিল আহমদের হোটেল ও কবির আহমদের হোটেলের দোকানের তালা ভেঙ্গে চোরচক্র দোকানে প্রবেশ করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।