শাহজালাল জামেয়ায় ফ্যাসিবাদ বিরোধী সভা
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৬:২০:১৪ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ পরিবারের সদস্য ও আহত বিপ্লবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহীর আহমদ। জাতীয় সংগীত পরিবেশন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রভাষক মুহিবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরের দুঃশাসনের কারণে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। আল্লাহর রহমতে অল্প সময়ের আন্দোলনে সেই দুঃশাসন হতে আমরা সবাই মুক্ত হই। বর্তমান জুলাই বিপ্লবের সুফল জনগণ যাতে পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তরুণ সমাজকে এক সময় মনে হতো তারা মোবাইলে আসক্ত, লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। কিন্ত তারা যে সাহসী ও মেধাবীভিত্তিক আন্দোলন করেছে সেজন্য তারা স্যালুট পাওয়ার যোগ্য। আমাদের মাঝে বিভাজন দূর না করলে আবার দু:শাসন ফিরে আসবে। সেজন্য ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করে যেতে হবে। বিগত দিনে কিছু অতি উৎসাহী পুলিশ সদস্যের ভূমিকার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক আব্দুর রব, সিলেট মহানগর সমন্বয়ক আবু সাঈদ, জুলাই বিপ্লবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল হাসান মোহাম্মদ আযরফ (জাবুর), জুলাই-আগস্ট বিপ্লবে আহত সিলেট মেডিকেল কলেজের ছাত্র মাহমুদুল হাসান ও রেদুওয়ানুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম. সাইফুর রহমান তালুকদার, অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, প্রভাষক আজাদ মিয়া, প্রভাষক মঞ্জুর রহমান, মোখলেছুর রহমান খান ও আরিফুজ্জামান রুকন প্রমূখ।অনুষ্ঠানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই ও আহত বিপ্লবী শিক্ষার্থীদের হাতে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি