আম্বরখানা গার্লস স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৬:১৮:১২ অপরাহ্ন
‘সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলা প্রয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জমির উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং বিশেষ অতিথি ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হোসেন।
উল্লেখ্য ২১ জানুয়ারি প্রধান অতিথি উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সহকারী শিক্ষক মো: ফরিদ উদ্দিন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া পরিষদের সমন্বয়কারী সিনিয়র প্রভাষক তামান্না রহমান। বিজ্ঞপ্তি