আসফ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৬:২১:৫২ অপরাহ্ন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবাধিকার কী ও কেন শীর্ষক প্রশিক্ষণ, আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি প্রেসিডেন্ট সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)’র নির্বাহী পরিচালক এম এম আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের প্রফেসর প্রফেসর ড. এমদাদুল হক খান। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন আসফ’র কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাওলানা মুহাম্মদ লোকমান সাইফি। উদ্ভোধকের বক্তব্য রাখেন সাবেক জেলা ও দায়রা জজ ডি.এম সরকার।
কবি মুহাম্মদ মাছুম বিল্লাহ, কাজী আজিজুল হক, নুসরাত জাহান নিশাত ও তানভির জাহান বর্ষা’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসফ’র কেন্দ্রীয় উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) প্রফেসর ডাঃ এ কে এম মাহবুবুল হক, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক সরকার, সিলিয়া ফ্যাশন ওয়াল্ড লিঃ উত্তরা ঢাকার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল হক সাঈদ, আসফ’র কেন্দ্রীয় পরিচালক আহমেদ হোসেন চাঁন, আবুল খায়ের খান, মোঃ আমিনুল ইসলাম, সালাউদ্দিন আহম্মেদ, পারফেক্ট পাওয়ার গ্লাস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও ইঞ্জনিয়ার জুনায়েদ রহমান সুমন, আসফ ঢাকা বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান জিসান, খুলনা বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম শামিম, ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক চীপ জান্নাতুল ফেরদৌসী স্বর্ণা ও ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল্লাহ মনসুর, রূপসীবাংলা বিজনেস ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ডাঃ এম.এস.এইচ রানা। অনুষ্ঠানে গুণিজনদের সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি