বড়লেখায় বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগিদের অবমূল্যায়নের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৮:১৮:৪৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা বিএনপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। সোমবার রাতে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের নাম প্রকাশ হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি-যুবদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা অভিযোগ করেছেন বিগত ১৭ বছর দলের বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে যারা হামলা-মামলার শিকার হয়েছেন, জীবনের ঝুঁিক সত্ত্বেও দলীয় কর্মসূচি পালন থেকে পিছপা হননি, আহ্বায়ক কমিটিতে তাদের অবমূল্যায়ন করা হয়েছে। ফ্যাসিস্টদের সাথে যারা হাত মিলিয়ে ব্যবসা-বাণিজ্য চালিয়ে লাভবান হয়েছে তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন অনুমোদিত কমিটিতে জয়নাল আবেদীনকে আহ্বায়ক, নছিব আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুজিবুর রহমান খছরুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য করা হয়েছে আব্দুল হাফিজ, মুহিবুর রহমান ফারুক, মুজিব রাজা চৌধুরী, আলাল উদ্দিন, অধ্যাপক আব্দুস শহীদ, জাহিদুল ইসলাম মামুন, মঈন উদ্দিন, আনোয়ার উদ্দিন, আব্দুল কুদ্দুস স্বপন, আব্দুল গনি, আবুল আছ আহমদ, ফয়সল আহমদ, জামিল আহমদ প্রমুখকে।