বড়লেখায় কৃষকলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৮:২১:০৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ডেইরী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. খালেদ আহমদকে মঙ্গলবার রাতে পুলিশ বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়াস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, ২০১৩ সালের ৩০ নভেম্বর ইসলামি ব্যাংক কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় গত বছরের ৮ সেপ্টেম্বর থানায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে খালেদ আহমদকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।